রাজধানীর উত্তরা, কামারপাড়া, আব্দুল্লাহপুর ও তুরাগ নদীর আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদীর দক্ষিণ, পশ্চিম এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ করেছে পুলিশ। এদিকে ইজতেমা ময়দানে সর্বসাধারণের প্রবেশ, অবস্থান, সভা সমাবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করেছে গাজীপুর মহানগর পুলিশ।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর আগেই ময়দান দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে চলমান সংঘর্ষের পর এ ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনসের কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
অপরদিকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনারের আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ০৩ (তিন) কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় এ আদেশ বলবৎ থাকবে। পুলিশের জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে- কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোন পদার্থ বহন করা যাবে না, কোনো প্রকার লাউড স্পীকার বা এ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করা যাবে না।
বিশ্ব ইজতেমা শুরুর আগেই ময়দান দখলকে কেন্দ্র করে বিবাদমান দুই দলের মধ্যে বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৩টায় রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। আহত ৪০ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এদের মধ্যে সাতজনকে ভর্তি রাখা হয়েছে।
তাবলীগের শুরায়ে নেজামী (যোবায়ের) অনুসারী ও ভারতের মাওলানা সাদ অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।