হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-এর ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ইরান
হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জানিয়েছে, এটি ইন্টারনেট সীমাবদ্ধতা কমানোর প্রথম উদ্যোগ।
ইরানে ইন্টারনেট ব্যবহারে কড়া নিয়ন্ত্রণ রয়েছে। তবে ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মতো মার্কিন সামাজিক মাধ্যমগুলোতে নিষেধাজ্ঞা সাধারণত ভিপিএন ব্যবহার করে এড়িয়ে চলেন দেশটির প্রযুক্তি-সচেতন নাগরিকরা।
প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সভাপতিত্বে হওয়া এক বৈঠকের পর দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, "জনপ্রিয় বিদেশি প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে-এর ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাসেমি বলেছেন, "আজ ইন্টারনেট সীমাবদ্ধতা তুলে নেওয়ার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে।"
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অনেক ব্যবহার করা হয়।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে অনুরোধ করেছিল, যারা ইন্টারনেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, এমন দেশগুলোতে সেন্সরশিপ এড়াতে সহায়তা করতে।