চট্টগ্রামে কোটি টাকার ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের পৃথক ২ মামলা
চট্টগ্রামে ঋণ জালিয়াতি, বিশ্বাসভঙ্গ এবং অর্থ পাচারের অভিযোগে দুটি আলাদা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দায়ের করা এসব মামলায় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তা ছাড়াও বেসরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও সাবেক রাজস্ব কর্মকর্তাদেরকে আসামি করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ এ দুটি মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, 'অর্থ পাচার, প্রতারণা ও ঋণ জালিয়াতির পৃথক ঘটনায় ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজস্ব কর্মকর্তা মিলে মোট ২৫ জনকে আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।'
১ কোটি টাকা জামানতের বিপরীতে ৬৯ কোটি টাকা ঋণ
ব্যাংকের সঙ্গে কোনো পূর্ব লেনদেন বা ব্যবসায়িক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মাত্র পাঁচ হাজার টাকায় একটি হিসাব খুলে জালিয়াতির মাধ্যমে সাড়ে ৬৯ কোটি টাকার ঋণ নেওয়ার ঘটনা উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধানে জানা যায়, ২০০৮ সালে চট্টগ্রামের ফয়'স লেক এলাকার ম্যাক ইন্টারন্যাশনাল নামক একটি জাহাজভাঙা প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে সাড়ে ৬৯ কোটি টাকার ঋণ পায়। এ ঋণের জামানত হিসেবে দেওয়া হয় মাত্র ১ কোটি ৩০ লাখ টাকার একটি জমি।
ঋণের সুদ আসলে তা ৭৪ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকায় দাঁড়ায়। দুদকের তথ্য অনুযায়ী, এরমধ্যে ৬৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি প্রায় ১১ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
এ জালিয়াতির ঘটনায় ব্যাংকের ১২ কর্মকর্তা এবং ম্যাক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ উপ-পরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ঋণ অনুমোদন ও অর্থ আত্মসাৎ করেছেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা নাসিরুদ্দিন আহমেদ, মাহবুবুল আলম, মো. জামিল হুসাইন, মো. তোফায়েল আহমেদ, সৈয়দ মাহবুবুর রহমান, মো. মেহমুদ হুসাইন, মো. জহিরুল আলম, মো. আব্দুল হাই, মো. রেজা হায়দার, সুলতান আলাউদ্দিন ও ইকবাল হায়দার।
তদন্তে জানা যায়, ২০০৭ সালে ভোগ্যপণ্য ব্যবসা ছেড়ে জাহাজভাঙা শিল্পে প্রবেশ করে ম্যাক ইন্টারন্যাশনালের মালিকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। পরে জয়নাল আবেদীন কানাডায় এবং তার ভাই জামিল আবেদীন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
বর্তমানে কোম্পানিটির কাছে ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ৮০০ কোটি টাকার বেশি পাওনা রয়েছে।
অর্থ ও পণ্য মিলিয়ে ২৯ কোটি টাকা তছরুপ
এদিকে একই দিনে চট্টগ্রাম দুদক অর্থ পাচারের আরেকটি মামলায় ১২ জনকে আসামি করেছে।
২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে নর্ম আউটফিট অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড নামক একটি কোম্পানি দলিল জালিয়াতির মাধ্যমে বন্ড সুবিধায় আনা ২২ কোটি ২৫ লাখ টাকার প্রায় কাঁচামাল আত্মসাৎ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে সাত কোটি ১৪ লাখ ১৩ হাজার টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগও আনা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
মামলায় আসামি করা হয়েছে নর্ম আউটফিটের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আবেদীন, তার স্ত্রী সোহেলা আবেদীন, এবং ব্যাংক কর্মকর্তা ও কাস্টমস বন্ড কমিশনারেটের সাবেক রাজস্ব কর্মকর্তাসহ মোট ১২ জনকে।
অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অর্পিত ক্ষমতার ব্যবহার এবং প্রতারণার মাধ্যমে বন্ড সুবিধা নেওয়ার মতো অপরাধ করেছেন।
তদন্তে আরও জানা যায়, নাজমুল আবেদীন চার ব্যাংকের ৪০০ কোটি টাকার ঋণ পরিশোধ না করেই ২০১৫ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।
এসব ঋণ তিনি তার তিনটি প্রতিষ্ঠানের নামে নিয়েছিলেন।