বিদেশ যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, 'বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশ ছাড়ার আগে তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।'
তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আমাকে আবারও বলেছেন, আপনি দেশবাসীকে বলবেন তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও দোয়া চাইছি আল্লাহ তায়ালা যেন এদেশকে, এ দেশের মানুষকে ভালো রাখেন, তাদের কল্যাণ করেন, দেশ যেন ভালো থাকে, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে এফোর্ড করি।'
খালেদা জিয়াকে আটক রাখার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে ও মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে ছয় বছর আটক করে রাখা হয়েছিল। এই সময়ে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আমরা বার বার আওয়ামী লীগ সরকারকে অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু শেখ হাসিনা আমাদের অনুরোধে কর্ণপাত করেননি।'
তিনি বলেন, 'আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আজ দেশনেত্রী সব মিথ্যা মামলা থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আশা করছি, সুচিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি আবার দেশের মানুষের কাছে ফিরে আাসবেন।'