বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করতে ২০ জানুয়ারি চীন সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি চীন সফরে যাবেন। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এটিই তার প্রথম দ্বিপাক্ষিক সফর।
সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি ও বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সফরকালে তৌহিদ হোসেন তার চীনা সমকক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
সফরের পূর্ণাঙ্গ অ্যাজেন্ডা এখনও চূড়ান্ত হয়নি বলে মুখপাত্র জানান।
তিনি আরও জানান, বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে ২৫ বিলিয়ন মার্কিন ডলার হলেও পরিস্থিতি এখন বাংলাদেশের অনুকূলে নেই।
মুখপাত্র বলেন, এই সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ণের জন্য দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতি ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তিনি বলেন, গত জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র ও সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য চীন সর্বপ্রথম 'ন্যাশনাল হেলথ কমিশন অব চায়না' থেকে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের চিকিৎসক প্রতিনিধিদল পাঠায় এবং বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সহায়তা প্রদান করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করার ব্যাপারে আশ্বাস দেয়। এ ব্যাপারে আলোচনা করতে বাংলাদেশ আগ্রহী হবে।
তিনি আরও বলেন, পররাষ্ট্র উপদেষ্টা 'চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ'-এ এবং 'সাংহাই ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডি '-এ বক্তব্য দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও, বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধিতে চীনের সাংহাই-এর ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা একটি বৈঠক করবেন।