আওয়ামী লীগ আমলের সাবেক উপপ্রধান এখন বিএফআইইউ’র প্রধান
আওয়ামী লীগ সরকারের মেয়াদে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করেন এফএম শাহীনুল ইসলাম। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাকে সংস্থাটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহিনুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্তে আগামী দুই বছরের জন্য ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা যায়, শাহীনুল ইসলাম আওয়ামী লীগ সরকারের মেয়াদে বিএফআইইউয়ের নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি নিয়মিত অবসরে যান।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তার তিনদিন পর দেশ পরিচালনার দায়িত্ব তুলে নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক হিসাবের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে বিএফআইইউ।
আওয়ামী লীগের সময়ে বিএফআইইউ প্রধান হিসেবে দায়িত্বে থাকা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর মাসুদ বিশ্বাস কর্মকর্তাদের চাপে পদত্যাগ করেন।
বিএফআইইউ'র নতুন প্রধান নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক ১০ জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডেকেছিল বলে জানা গেছে। গত ১১ ও ১২ ডিসেম্বর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ৩১ অক্টোবর এ পদের জন্য আবেদনপত্র জমা দেন এ এফ এম শাহীনুল ইসলাম।