জন এফ কেনেডি, রবার্ট কেনেডি, মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করবেন ট্রাম্প
জন এফ কেনেডি, রবার্ট কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথি প্রকাশ করবেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাওয়ার একদিন আগেই এমন ঘোষণা দিয়েছেন তিনি।
৩৫তম মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ১৯৬৩ সালে এবং রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিংকে ১৯৬৮ সালে হত্যা করা হয়েছিল।
ট্রাম্প অবশ্য আগেই বলেছিলেন, নির্বাচনে জিতলে তিনি জন এফ কেনেডি হত্যার সঙ্গে সম্পর্কিত গোপন নথি প্রকাশ করবেন।
এর আগেও, ২০১৭ থেকে ২০২১ সালের প্রথম মেয়াদে ট্রাম্প কিছু নথি প্রকাশ করেছিলেন। তবে জাতীয় নিরাপত্তার অজুহাতে সিআইএ এবং এফবিআইয়ের চাপের মুখে গুরুত্বপূর্ণ অনেক নথি তখন গোপন রাখা হয়।
ওয়াশিংটন ডিসির এক সমাবেশে রোববার ট্রাম্প বলেন, 'আগামী কয়েক দিনের মধ্যে আমরা জন এফ কেনেডি, তার ভাই রবার্ট কেনেডি, এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবশিষ্ট নথি প্রকাশ করব।'
তবে তিনি স্পষ্ট করেননি কোন নথিগুলো প্রকাশিত হবে এবং এ বিষয়ে সম্পূর্ণরূপে গোপনীয়তা তুলে নেওয়ার প্রতিশ্রুতিও দেননি।
জন এফ কেনেডির হত্যাকাণ্ড এখনও যুক্তরাষ্ট্রে আগ্রহ ও রহস্যে ঘেরা একটি বড় বিষয়। ট্রাম্পের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী হিসেবে মনোনীত রবার্ট এফ কেনেডি জুনিয়র—যিনি রবার্ট কেনেডির ছেলে এবং জন এফ কেনেডির ভাতিজা—মনে করেন, সিআইএ কেনেডি হত্যায় জড়িত ছিল। তবে সিআইএ এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
রবার্ট এফ কেনেডি জুনিয়র আরও দাবি করেছেন যে, তার বাবাকে একাধিক বন্দুকধারী হত্যা করেছে। তবে সরকারি তদন্তে বলা হয়েছে, একক বন্দুকধারী লি হার্ভি অসওয়াল্ডকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া জনমত জরিপেও দেখা গেছে, অনেক আমেরিকান মনে করেন, এই হত্যাকাণ্ড একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।