ঢাকায় টিকিট কাউন্টার-ভিত্তিক বাস পরিচালনার উদ্বোধন বৃহস্পতিবার
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/dhaka_bus_tbs.jpg)
সড়কে শৃঙ্খলা আনার লক্ষ্যে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বাসগুলো টিকিট কাউন্টারের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সাইফুল আলম জানান, আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে টিকিট কাউন্টার-ভিত্তিক বাস পরিচালনা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২১টি পরিবহন কোম্পানির বাস এই পদ্ধতিতে চলবে।
এই রুটে প্রায় দুই হাজার ৬১০টি বাস থাকবে। সবগুলো বাসের রং হবে একই — গোলাপি।
তিনি বলেন, 'এই বাসগুলোতে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না এবং যত্রতত্র ওঠানামার সুযোগ থাকবে না। যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে নির্ধারিত স্টপেজ থেকে বাসে উঠবেন।'
সংবাদ সম্মেলনে সাইফুল আলম বলেন, 'গত ১৬ বছর ধরে ঢাকার সড়কে বাস-মিনিবাস চুক্তিভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছে। এতে চালকদের মধ্যে অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে এবং যত্রতত্র যাত্রী ওঠানামার ফলে যানজট ও বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।'
তিনি বলেন, 'গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বাস-মিনিবাস চালকদের আর ট্রিপভিত্তিক চুক্তিতে নিয়োগ দেওয়া যাবে না। পরিবর্তে চালকদের মাসিক বা পাক্ষিক ভিত্তিতে বেতন দিতে হবে। সেই সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার থেকে আব্দুল্লাহপুর–গাজীপুর রুটে পরীক্ষামূলকভাবে টিকিট কাউন্টার পদ্ধতি চালু করা হচ্ছে।'
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুর রুটের বাসগুলোও টিকিট কাউন্টার পদ্ধতিতে পরিচালিত হবে। এতে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাসে ওঠার নিয়ম মেনে চলতে হবে।
সাইফুল আলম বলেন, 'এই পদ্ধতির অধীনে নির্দিষ্ট স্টপেজ ছাড়া কোথাও বাস থামানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। এর ফলে যানজট কমবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।'
টিকিট পদ্ধতিতে বাস পরিচালনার জন্য চালক ও সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান সাইফুল আলম। তিনি বলেন, 'পরিবহন শ্রমিকদের যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে বলা হয়েছে।'
সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।