গ্রেটার বক্তৃতায় মুগ্ধ পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গত মাসে গ্রেটা থুনবার্গের দেওয়া ভাষণ শুনে মুগ্ধ হয়েছেন, সে কথা প্রকাশ করলেন এবার।
মস্কোতে বুধবার এনার্জি ফোরামের এক বৈঠকে সভাপতিত্ব করার সময় নিজের উচ্ছ্বাস গোপন করেননি রুশ প্রেসিডেন্ট।
হিন্দুস্তান টাইমসের খবর, ষোল বছর বয়সী এই সুইডিশ টিনএইজ জলবায়ু নিয়ে তার উদ্বেগের কথা বলতে গিয়ে তার প্রজন্মের দাবি পেশ করেন ‘হাউ ডেয়ার ইউ’ বলে।
গ্রেটার সাহসী উচ্চারণে মুগ্ধতার কথা বলে পুতিন জলবায়ু ইস্যুতে তরুণদের উদ্বেগ ও সচেতনতার বিষয়টিতে সমর্থনও দিলেন। কিন্তু একই সঙ্গে তিনি বললেন, “শিশু ও কিশোরদের যদি কেউ ব্যক্তিস্বার্থে ব্যবহার করে তবে সেটার নিন্দা করা উচিত।”
“গ্রেটাকে কেউ বলেনি যে, আধুনিক পৃথিবী জটিল ও ভিন্ন… আফ্রিকার মানুষজন এবং এশিয়ার কিছু দেশের বাসিন্দাদের সুইডিশদের মতোই জীবনযাপনের অধিকার রয়েছে,” আলোচনায় আরও যোগ করেন পুতিন।
কারা থুনবার্গকে ব্যবহার করছে সেটি স্পষ্ট না করেই পুতিন ওই কিশোরীর উদ্দেশে বলেন, “উন্নয়নশীল দেশগুলোতে যাও। ওদের কাছে ব্যাখ্যা কর কেন ওদের এই দারিদ্রের মধ্যেই থাকতে হবে। কেন ওরা সুইডেন হতে পারবে না।”
বছর খানেক আগে সুইডিশ পার্লামেন্টের সামনে গ্রেটার একাকী প্রতিবাদের পর বিশ্বজুড়ে নানা দেশে জলবায়ুর পরিবর্তন নিয়ে প্রতিবাদী মানুষজন বিক্ষোভে অংশ নিচ্ছেন। নিয়মিতভাবে আয়োজিত এসব সমাবেশে রাষ্ট্রগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো এড়াতে যথাযথ উদ্যোগ নেবার দাবি জানানো হচ্ছে।
সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে তার বক্তৃতায় থুনবার্গ বলেন, “সব কিছুই কত ভুল। আজ আমার এখানে থাকার কথা নয়। আমার থাকার কথা সমুদ্রের ওপাড়ে আমার স্কুলে—যদি আপনারা তরুণদের আশা জোগাতে পারতেন। হাউ ডেয়ার ইউ?”
দৃঢ় কণ্ঠে সুইডশ কিশোরী আরও বলেন, “আপনাদের উদ্যোগহীনতা আমার স্বপ্ন, আমার শৈশব চুরি করেছে।”
ওদিকে এ সপ্তাহের শুরুতে রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষ দুমার একজন সদস্য থুনবার্গকে সেখানে বক্তৃতা দিতে যাবার আমন্ত্রণ জানান।