বগুড়ায় হিন্দি চলচ্চিত্রের অনুকরণে ব্যাংক ডাকাতির চেষ্টায় জড়িত স্কুলছাত্র গ্রেফতার
বগুড়ার গাবতলীতে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে নিরাপত্তায় নিয়োজিত দুই আনসার সদস্যকে আহত করার ঘটনায় এক স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার ভোরে গাজীপুর জেলার টঙ্গী থানার নিশাতনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে গাবতলীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে সেখানে সে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।
বিষয়টি নিশ্চিত করেন, বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক। গাবতলী থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত আসামী এবার বগুড়ার একটি স্বনামধন্য স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে। তার বয়স ১৮-এর নিচে হওয়ায় আইন অনুযায়ী তার নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না। তিনি জানান, আসামী তথ্য-প্রযুক্তিতে ভালো দক্ষতা রাখে। সে জানিয়েছে, বলিউডের 'ধুম থ্রি' ফিল্মটি দেখে উদ্বুদ্ধ হয়ে সে একাই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। পরে সেটি বাস্তবায়ন করতে গিয়ে বিফল হয়। গ্রেফতারের পর আসামীকে কারাগারে রাখা হয়েছে। সেখান থেকে তাকে যশোরের কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।
এর আগে, গত ৫ জানুয়ারী বগুড়ার গাবতলী উপজেলার সাবেকপাড়ায় অবস্থিত রূপালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা করা হয়। এসময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত ও এসিড নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় এক আনসার সদস্য দুর্বৃত্তদের একজনের পিঠে ছুরিকাঘাত করে। ঘটনার দিন গাবতলী মডেল থানার ওসি প্রথমে সাংবাদিকদের বলেছিলেন, ব্যাংকের সিসিটিভি ফুটেজে মুখোশ পড়া দুই দুর্বৃত্তকে দেখা গেছে। তারা ব্যাংকে ভোর ৫টা ৩৪ মিনিট থেকে ৪৭ মিনিট পর্যন্ত অবস্থান করছিল। ওইদিন স্থানীয় এবং জাতীয় পত্রিকাগুলোয় ২জন দুর্বৃত্তের উপস্থিতির বিষয়টি উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়।
এবিষয়ে গাবতলী মডেল থানার ওসি নূরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুইজন দুর্বৃত্তের কথা বলা হয়নি। প্রথম থেকে একজন দুর্বৃত্তের কথাই বলা হয়েছে।
ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রাজ্জাককে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনার সাথে ১ জনই জড়িত। প্রথমে আমরাও দুজন ভেবেছিলাম। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে; একজনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
অল্পবয়সী স্কুল ছাত্র দুজন প্রশিক্ষিত আনসার সদস্যকে ঘটনার সময় আহত করলো? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে তো একসাথে দুজনকে আহত করেনি। প্রথমে যে এগিয়ে এসেছে তাকে দুর্বল করার জন্য এসিড নিক্ষেপ করেছে। পরের জনকে ছুরিকাঘাত করেছে। সে 'ধুম থ্রি' মুভি দেখে ব্যাংক ডাকাতিকে অ্যাডভেঞ্চার হিসেবে নিয়ে একাই ঘটনা ঘটাতে গিয়েছিল। বিষয়টি সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও উল্লেখ করেছে।