অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ পুরোপুরি বন্ধের ঘোষণা ডেনমার্কের
রক্ত জমাট বাঁধার ঘটনায় সতর্কতার অংশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন প্রয়োগ বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশ ডেনমার্ক। ডেনিশ গণমাধ্যমের বরাতে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইউরোপের কয়েকটি দেশ এর আগে এই টিকা প্রয়োগ সাময়িক স্থগিত করলেও এই অঞ্চলে ডেনমার্কই প্রথম টিকাটি পুরোপুরি বন্ধ করল।
এ সিদ্ধান্তের প্রভাবে দেশটিতে ভ্যাকসিন কর্মসূচির গতি কমে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
বুধবার ডেনিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, তারা সম্পূর্ণরূপে দেশটির ভ্যাকসিন কর্মসূচীতে অ্যাস্ট্রাজেনেকা কোভিড -১৯ ভ্যাকসিনের ব্যবহার বন্ধ করে দেবে।
এক বিবৃতিতে তারা জানায়, "ডেনিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ আস্ট্রাজেনেকার ভ্যাকসিন ছাড়াই কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা কর্মসূচী চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে"।
ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহে জানায়, তারা ভ্যাকসিন এবং রক্ত জমাট বাঁধার মধ্যে একটি সম্ভাব্য যোগসূত্র খুঁজে পেয়েছে। তবে এমন পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যুর চাইতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেশি বলেও তারা উল্লেখ করে।
এর আগে রক্ত জমাট বাঁধার ঘটনার সূত্র ধরে ডেনমার্ক জনসন অ্যান্ড জনসনের টিকার প্রয়োগও স্থগিত রেখেছে। পুরোপুরি তদন্ত শেষেই জনসনের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।