ইন্দো-বাংলা সীমান্তে পালস অক্সিমিটার জব্দ করেছে বিএসএফ
২৯৮টি অক্সিমিটার জব্দ করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় পাচারের সময় এগুলো জব্দ করা হয়। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের।
ভারতে চলছে কোভিডের দ্বিতীয় তরঙ্গ। মেডিক্যাল অক্সিজেনের পাশাপাশি সেখানে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। অক্সিমিটার ব্যবহৃত হয় অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে। বিএসএফের একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এবারই প্রথম এভাবে পালস অক্সিমিটার জব্দ করা হলো বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, "একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর পেঁয়াজের মধ্যে লুকিয়ে রাখা ছিল অক্সিমিটারগুলো। অভিযুক্ত ব্যক্তি একজন কলেজ শিক্ষার্থী (১৯)। এই পাচারের বিনিময়ে তিনি ৩০০ রূপি পেয়েছেন। আটককৃত পণ্যসহ সে তরুণকে স্থানীয় পুলিশে সোপর্দ করা হয়েছে"।