‘গোমূত্র কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করে’ দাবি বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের
কোভিড সংক্রমণে আক্রান্ত ফুসফুসকে সুস্থ করার ক্ষমতা আছে গোমূত্রের! এমনটাই অন্তত বিশ্বাস করেন, বিজেপির বহুল আলোচিত সাংসদ প্রজ্ঞা ঠাকুর। মহামারিতে দেশটির জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই তিনি দলীয় এক সভায় যোগ দিয়ে সকলকে তা গ্রহণে উৎসাহিত করেন। এসময় তিনি নিজে রোজ গোমূত্র পান করার ফলেই করোনাভাইরাস মুক্ত আছেন বলেও জানান।
"আমরা যদি রোজ গোমূত্র গ্রহণ করি তাহলে কোভিডের কারণে সৃষ্ট ফুসফুসের সংক্রমণ সেরে যাবে। আমি নিজে ভীষণ যন্ত্রনার মধ্যে থাকলেও রোজ নিয়ম করে গোমূত্র পান করি। এজন্য আমার করোনাও হয়নি এবং করোনার ওষুধও খেতে হয় না।"
গোমূত্রকে জীবনদায়ী বলেও দাবি করেন গেরুয়া পোশাকধারী ও নিজেকে সন্ত বলে দাবি করা এই সাংসদ।
দুই বছর আগে গোমূত্র এবং গরুর অন্যান্য উপাদানের (দুধ, গোবর) মিশ্রণ তার ক্যান্সার সাড়িয়েছে বলে দাবি করেন প্রজ্ঞা।
তবে দাবি যতই করুন, বাস্তবতা হলো ২০২০ সালের ডিসেম্বরেই কোভিড-১৯ সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় দিল্লির এআইআইএমএস হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
এদিকে মহামারির শুরু থেকেই নানা রকম ধর্মীয় বিশ্বাস থেকে উদ্ভূত কোভিডের বিকল্প চিকিৎসাকে বিপজ্জনক এবং অকার্যকর বলে হুঁশিয়ার করছেন চিকিৎসকরা।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছে, গোমূত্র বা গোবর কোভিড সংক্রমণ থেকে রক্ষা করে বা এর চিকিৎসায় কাজে লাগে বলে কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।"
ভারতের চিকিৎসকদের এই শীর্ষ সংগঠনটির প্রধান ডা. জে. এ. জয়ালাল বলেন, গরুর এসব বর্জ্য থেকে মানুষের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধী ক্ষমতা তৈরির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।"
- সূত্র: এনডিটিভি