আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মের টিকাদান শুরু
আগামী সপ্তাহ থেকে ফাইজার-বায়োএনটেক ও চীনের সিনোফার্মের কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
আজ (১৪ জুন) রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল (আইডিএইচ) পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে, রোববার বিকালে চীনের উপহার হিসেবে পাঠানো ছয় লাখ ডোজ সিনোফার্ম টিকা ঢাকার কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে এসে পৌঁছায়।
অন্যদিকে, গত ৩১ মে, ফাইজারের এক লাখ ৬২০ ডোজ কোভিড-১৯ টিকা ঢাকায় এসে পৌঁছে। করোনার টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে বাংলাদেশ এই টিকা পায়।
এছাড়া, বাংলাদেশ চীনের সাথে সিনোফার্মের কোভিড ভ্যাকসিন কেনার চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে, তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা থেকে বিরত ছিলেন।