মিরপুরে বস্তিতে আগুনে, পুড়ল অর্ধশতাধিক দোকান, ঘর
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/12/27/mirpur_fire_1.jpeg)
রাজধানীর মিরপুরের কালশী এলাকার হিরুর মা’র বস্তিতে আগুন লেগে অন্তত ২০টি খুপরি ঘর এবং ৪০টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে আগুন লাগার ঘটনা ঘটে। ঘরবাড়ি হারিয়ে দুই শতাধিক মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/12/27/mirpur_fire_2.jpeg)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাত ১২ টা ৫০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে আসে।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/12/27/mirpur_fire_3.jpeg)
তিনি বলেন, রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৪০ টি দোকান এবং ২০টি খুপরি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।