কোভিড-১৯: সাতক্ষীরায় চিকিৎসাধীন অবস্থায় নয়জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে নয় জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ জন।
সোমবার (২১ জুন) বেলা ১২টা থেকে মঙ্গলবার (২২ জুন) বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরায় করোনায় নিহতরা হলেন- আশাশুনি উপজেলার পুটিমারী গ্রামের নুর হোসেন (৬০), বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের আমেনা বেগম (৮০), কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের আনোয়ারা বেগম (৬০), সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকার মাহেলা বেগম (৩৫), লাবসা এলাকার তৌহিদ হোসেন (৬৫), দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মর্জিনা বেগম (৩৫) ও বেসরকারি ক্লিনিকে আরও তিনজন।
এদিকে, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৬২ জন ও উপসর্গে মারা গেলেন ২৮২ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা হিসেবে শনাক্তের হার ৪৫ দশমিক ৭৬ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের করোনা পজেটিভ, বাকিদের উপসর্গ ছিল। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, দুইজন শহরের বেসরকারি হাসপতালে ও একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অন্যদিকে, জেলা প্রশাসনের ঘোষিত চলমান লকডাউনের মধ্যেও ঘর থেকে বের হচ্ছে মানুষ। শহর ও গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে লক্ষণীয় ভিড় দেখা গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. হুসাইন সাফায়াত বলেন, 'সাধারণ মানুষ কিছুতেই স্বাস্থ্য বিধি মানছেন না। এমন পরিস্থিতিতে লকডাউন আরো জোরদার করতে হবে। সকলের স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই'।