‘আকরাম ভাই সব সময় অফিস আসেন, তেমন নয়’
আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন; বাংলাদেশের ক্রিকেটে যাদের অবদান, তাদের মধ্যে এ দুজন অন্যতম। দীর্ঘদিন একসঙ্গে জাতীয় দলের হয়ে খেলা এ দুজন এখনও এক সঙ্গেই পথ চলছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সামলান আকরাম খান। খালেদ মাহমুদের দায়িত্বে গেম ডেভেলপমন্ট। ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যানের পদটাও খালেদ মাহমুদের দখলে।
দায়িত্বে ভিন্নতা থাকলেও তাদের কাজ একটাই, দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া। কিন্তু এই কাজে বিসিবির এই দুই পরিচালকের মধ্যে কোনো সমন্বয় নেই। ভাইস চেয়ারম্যান হয়েও ক্রিকেট পরিচালনা বিভাগের কিছুই জানেন না বলে জানিয়েছেন খালেদ মাহমুদ।
সোমবার ক্রিকেট পরিচালনা বিভাগকে নিয়ে অনেক অভিযোগের কথাই জানিয়েছেন তিনি। এরই এক ফাঁকে তিনি জানান, আকরাম খানের সঙ্গে ঠিকমতো দেখাই হয় না ক্রিকেটারদের। এমন কি সব সময় অফিসও করেন না তিনি। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে আকরাম খান ঠিকমতো সময় দিতে পারেন না বলে জানান খালেদ মাহমুদ।
খালেদ মাহমুদ বলেন, 'আমার মনে হয় আকরাম ভাইয়ের সাথে খেলোয়াড়দের সেভাবে দেখাও হয় না। কারণ আকরাম ভাই যে বোর্ডে কখন আসছেন, সব সময় যে আসেন, তাও কিন্তু নয়। আমি মাঠের লোক, মাঠে থাকি, বোর্ডে যাই। সবার সাথে দেখা হয়, কথা হয়। আকরাম ভাই হয়তো ব্যস্ত থাকেন, উনার ব্যবসা আছে। উনার অনেক ব্যস্ততা থাকে, তারপরও অনেক চেষ্টা করেন।'
'কিন্তু হয়তো খেলোয়াড়দের সাথে ওই সময় উনার দেখা হয় না। আমার সাথে যেভাবে মন খুলে কথা বলতে পারে, সেটা হয়তো আকরাম ভাইয়ের সাথে পারে না। ওই সম্পর্কটা গড়ে ওঠে না। যেকোনো টপিক নিয়ে আমাকে বলতে পারে, ওই সময় আকরাম ভাইকে তো তারা পায় না। তো এটাই হয়তো কারণ হতে পারে। আমার মনে হয় আকরাম ভাই যথেষ্ট সময়ই দেয়।' যোগ করেন খালেদ মাহমুদ।
আকরাম খান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, খালেদ মাহমুদ ভাইস চেয়ারম্যান; কিন্তু এই দুজনের নাকি শ্রীলঙ্কা সফরের পর একবারও দেখা হয়নি। খালেদ মাহমুদ বলেন, 'শ্রীলঙ্কা সিরিজের পর আকরাম ভাইয়ের সাথে আমার এখনও দেখাই হয়নি সত্যি বলতে।'
অভিযোগ করলেও কারও উদ্দেশ্যকে অবশ্য ছোট করে দেখছেন না খালেদ মাহমুদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'আমি এখানে কাউকে দোষারোপ করতে আসিনি। আমরা সবাই বোর্ড। আকরাম ভাই, দুর্জয়, ইনাম ভাই, তানজিল চৌধুরী; সবাই কিন্তু আমরা বিসিবি। আমাদের সবার কিন্তু একই দায়িত্ব। আমরা যে সেক্টরেই থাকি না কেন, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন করাই আমাদের কাজ।'