সপ্তাহে ৩ দিন ভারত থেকে ফেরার সুযোগ পাবেন বাংলাদেশিরা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভারতে অবস্থানরত বাংলাদেশিরা এখন থেকে সপ্তাহে তিন দিন দেশে ফিরতে পারবেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেনাপোল ইমিগ্রেশনে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
যশোরের বেনাপোল চেকপোস্ট হয়ে যাত্রীরা রোববার,মঙ্গলবার এবং বুধবার এই তিন দিন ফেরার সুযোগ পাবেন বলে জানা গেছে।
শনিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।
করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের সময়সীমা সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, গত ৮ মে এক নির্দেশনার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যাত্রী যাতায়াতের সময়সীমা নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় স্থলপথে ভারত ভ্রমণে গত ২৩ এপ্রিল নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়।