বিকেএসপির কোচ হলেন টাটেন্ডা টাইবু
বাংলাদেশ সফরে অনেকবারই এসেছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার টাটেন্ডা টাইবু। প্রতিবারই এসেছেন প্রতিপক্ষ হয়ে। এবার তার পরিচয় ভিন্ন। ২ আগস্ট ঢাকা এসে বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার নজির গড়া টাটেন্ডা টাইবু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা (বিকেএসপি) কোচ হিসেবে যোগ দিয়েছেন।
গত ২ আগস্ট বাংলাদেশে এসে তিন দিনের কোয়ারেন্টিন করেন টাইবু। শুক্রবার বিকেএসপিতে গিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। ব্যাটিং প্রশিক্ষক হিসেবে কাজ করবেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার।
টাইবুর কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির ক্রীড়া পরিচালক মাজহারুল হক। তিনি বলেন, 'এক বছরের জন্য টাইবুকে আমরা চুক্তিবদ্ধ করেছি। এক বছর পর পরিস্থিতি বুঝে চুক্তিটা আরও বাড়ানোর চিন্তা করব। তিনি ব্যাটিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি তাকে পেয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে।'
২০১২ সালে ক্রিকেটকে বিদায় দেওয়া টাইবু ২০১৭ সালে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটে ফেরেন। প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। যদিও এই অভিজ্ঞাতাটা ভালো হয়নি তার। ২০১৯ বিশ্বকাপ বাছাইয়ে দল ব্যর্থ হওয়ায় টাইবুকে বরখাস্ত করে জিম্বাবুয়ে ক্রিকেট।
জিম্বাবুয়ের হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন টাইবু। ১১ বছর দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাবেক এই ক্রিকেটার ২৮টি টেস্ট খেলেছেন। যেখানে একটি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরিসহ ৩০.৩১ গড়ে ১ হাজার ৫৪৬ রান করেছেন টাইবু।
১৫০ ওয়ানডেতে ২টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরিসহ ২৯.০৫ গড়ে ৩ হাজার ৩৯৩ রানের মালিক তিনি। ১৭টি টি-টোয়েন্টিতে টাইবুর রান ২৫৯, নেই কোনো সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি।