সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/08/07/228263720_1978919842276979_6216132828625475228_n.jpg)
অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে ক্যাম্পেইনের মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সারাদেশে আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।
এই ক্যাম্পেইনের ছয় দিনে পর্যায়ক্রমে ৩২ লাখ মানুষ করোনা টিকার প্রথম ডোজ পাবে।
নির্ধারিত টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোভিড-১৯ টিকা দেয়া হবে। রাজধানীতে চলমান টিকাকেন্দ্রগুলো ছাড়াও উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে ৫৪টি ও দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে ৭৫টি অস্থায়ী বুথ তৈরি করা হয়েছে; কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকেই লম্বা লাইন দেখা গেছে। যারা অনলাইনে নিবন্ধন করেননি এনআইডি কার্ড দেখিয়ে তারা টিকা নিতে পারছেন।
টিকাকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/08/07/227479445_815022699205811_2776222079218115388_n.jpg)
কেরানীগঞ্জ আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগানগর ইউনিয়ন টিকা কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মাঈনুল আহসান সাংবাদিকদের বলেন, "আমাদের কেন্দ্রে ৬০০ মানুষকে টিকা দেয়া হবে। দ্বিতীয় ডোজও ক্যাম্পেইন করে দেয়া হবে"।
এই ক্যাম্পেইনের আওতায় সারা দেশে চার হাজার ৬০০টি ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী কাজ করছে।
আগামী ৮ ও ৯ আগস্ট ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে এবং ৭ থেকে ৯ আগস্ট সিটি করপোরেশন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ৮ ও ৯ আগস্ট ভ্যাকসিনেশন কার্যক্রম চালু থাকবে। এছাড়া ১০ থেকে ১২ আগস্ট মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া জনগোষ্ঠীর ৫৫ বছর বয়সীদের মধ্যে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।