টিকার আওতায় এসেছে দেশের ১ কোটি ৯১ লাখের বেশি মানুষ
গণটিকা কর্মসূচীর তৃতীয় দিন শেষে সোমবার (৯ আগস্ট) পর্যন্ত কোভিড-১৯ টিকার আওতায় এসেছে দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ।
এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৮ জন মানুষ। সিনোফার্মের টিকা নিয়েছেন ৬৮ লাখ ৪৪ হাজার ৮৫ জন। অন্যদিকে মডার্নার টিকা নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন এবং ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭২ হাজার ৪০৭ জন।
এদিকে সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ২ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৫৬৬ জন।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ছয় দিনে ৩২ লাখ মানুষকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যে গত শনিবার (৭ আগস্ট) থেকে সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে গণটিকাদান শুরু হয়েছে। ক্যাম্পেইনের প্রথম দিন ২৮ লাখের ওপরে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদান করা হয়।
গ্রাম পর্যায়ে সিনোফার্মের টিকা এবং শহর এলাকায় মডার্নার টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, গণটিকাদান কর্মসূচীতে এখন পর্যন্ত সিনোফার্মের টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৭ লাখ ৯০ হাজার ২৪৯ জন ও নারী ৩০ লাখ ৫৩ হাজার ৮৩৬ জন। অন্যদিকে মডার্নার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১১ লাখ ১৭ হাজার ৪৯৩ জন এবং নারী ৭ লাখ ৯১ হাজার ৪৫৯ জন।