১৮ বছরের কম বয়সীদের টিকা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্য অধিদপ্তর
১৮ বছরের নিচে কাউকে টিকা দেয়ার বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত গৃহীত হয় নি। আজ এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর এ কথা জানিয়েছে।
ব্রিফিংয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক বলেন, "যেহেতু সরকার এটা নিয়ে ভাবছে, জাতীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা সে অনুযায়ী সকলকে জানাব"।
এর আগে গত ১৯ আগস্ট সরকার ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা নেওয়ার অনুমতি দেয়।
এদিকে টানা ৬১ সপ্তাহ বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে সরকার সারা দেশে স্কুল -কলেজ পুনরায় চালু করার পরিকল্পনা করছে।
এছাড়া শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শিশুদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
তিনি বলেন, "বয়স অবশ্যই একটা নির্ধারক। শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের ওপরে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের টিকা দেওয়া যাবে। ১৮ বছরের নিচে যেসব শিক্ষার্থী আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও অন্যান্য দেশে যেভাবে দেয়া হচ্ছে সেভাবেই তাদেরকে টিকা প্রদান করা হবে। বিশেষ করে আমেরিকাতে ও ব্রিটেনে শিশুদের ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে। ১২ বছর বয়সের ওপরে এই টিকা দেওয়া হয়েছে। বাচ্চাদের টিকা কার্যক্রম পরিচালনা শুরু হলে তাদের পদ্ধতিটাই আমাদের অনুসরণ করতে হবে"।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে। কানাডা ও যুক্তরাজ্যও সম্প্রতি ১২ বছর বয়সীদের এ টিকা দেওয়া শুরু করে।