চার পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে জেতার পর তৃতীয় ম্যাচে হার। চতুর্থ টি-টোয়েন্টি দিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি নিতান্তই নিয়ম রক্ষার।
এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বিকাল ৪টায় শুরু হবে।
প্রথম চার ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ঘরের মাঠের দলটি চারটি পরিবর্তন এনেছে। বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে।
নিউজিল্যান্ড তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। একাদশে নেওয়া হয়নি হামিশ বেনেট, ব্লেয়ার টিকনার ও টম ব্লান্ডেল। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন স্কট কুগলেইন, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, জ্যাকব ডাফি, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, বেন সিয়ার্স ও স্কট কুগলেইন।