বিগ বসে রাজ কুন্দ্রাকে নিয়ে রসিকতা সালমানের, অস্বস্তিতে শমিতা!
ভারতীয় টেলিভিশনের আলোচিত রিয়ালিটি শো 'বিগ বস ১৫'। শনিবার 'উইকেন্ড কা বার' এপিসোডে আচমকা রাজ কুন্দ্রাকে নিয়ে রসিকতায় মেতে ওঠেন হোস্ট সালমান খান। তার এই ধরনের আচরণে অস্বস্তিতে পড়েন শমিতা শেঠি।
রাজ কুন্দ্রার শ্যালিকা ও বিগ বসের অন্যতম প্রতিযোগী শমিতা। যদিও অস্বস্তিকর পরিস্থিতিতে নিজেকে সামাল দিতে দেখা যায় শমিতাকে।
এরপরই মেজাজ হারিয়ে শো'র অন্যতম প্রতিযোগী করণ কুন্দ্রার দিকে তাকিয়ে সালমান বলেন, 'প্রতীককে যা বললাম ও বুঝে গিয়েছে। করণকে যা বললাম ও বুঝে গিয়েছে… রাজ কুন্দ্রাও বুঝে যাবে।'
রসিকতার পরই শো'র বাকি প্রতিযোগীরা হাসতে শুরু করেন। ব্যাপারটা কী হচ্ছে, কিছুটা না বুঝেই অস্বস্তিতে পড়েন শমিতা। পরে অবশ্য নিজেকে সামাল দিতে দেখা যায় তাকে।
শমিতা বিগ বস ওটিটির ঘরে প্রবেশের আগেই পর্নকাণ্ডে গ্রেপ্তার হন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। সম্প্রতি জামিনে মুক্ত তিনি।