বুস্টার ডোজ দিতে কোভিড-১৯ টিকার মিশ্র ব্যবহারের অনুমোদন দেবে এফডিএ
দুই ডোজ টিকা নেওয়ার পর বুস্টার ডোজ হিসেবে অন্য কোম্পানির টিকা নেওয়ার অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। খবর নিউইইয়র্ক টাইমসের।
গত সেপ্টেম্বর মাসে ৬৫ বছরের বেশি বয়সী ও সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ফাইজারের বুস্টার ডোজ নেওয়ার অনুমোদন দেয় এফডিএ।
নিয়ন্ত্রক সংস্থাটির এডভাইজরি প্যানেল মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকারও বুস্টার ডোজ ব্যবহারের পক্ষে মত দিয়েছে।
সংস্থাটির নতুন এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টদের বরাতে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকার কোনো একটি নির্দিষ্ট কোম্পানির টিকা ব্যবহারকে প্রাধান্য দেবে না, তবে সম্ভব হলে বুস্টার ডোজ হিসেবে একই কোম্পানির টিকা ব্যবহারের পরামর্শ দিতে পারে।
এ বিষয়ে এখনো অফিসিয়াল মন্তব্য করেনি এফডিএ।
গত আগস্ট মাসে হোয়াইট হাউজ ঘোষণা দেয় এফডিএ ও সিডিসি'র বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন আসার পরই দেশব্যাপী বুস্টার ডোজের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হবে।
গত সপ্তাহে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যারা জনসন অ্যান্ড জনসনের প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদেরকে ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ দেওয়ার পর তাদের মধ্যে আরও শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।