সাড়ে ১২ কোটি টাকা রেকর্ড মূল্যে বিক্রি হলো মাইকেল জর্ডানের জুতো
মার্কিন বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের ব্যবহৃত এক জোড়া ট্রেইনার জুতো নিলামে ১.৪৭ মিলিয়ন ডলারে (প্রায় ১২ কোটি ৫৭ লাখ টাকা) বিক্রি হয়েছে। কোনো ম্যাচে খেলোয়াড়দের পরা যেসব জুতা এ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে, তার মধ্যে জর্ডানের জুতোর দাম সবচেয়ে বেশি।
১৯৮৪ সালে শিকাগো বুলস ক্লাবের প্রথম মৌসুমে খেলার সময় লাল-সাদা নাইকি এয়ার শিপস জুতো জোড়া পরেছিলেন জর্ডান। সে বছরই নিজের স্বাক্ষরিত পোশাক ও জুতা তৈরির জন্য নাইকি'র সঙ্গে যুক্ত হন তিনি।
ক্যারিয়ারের বেশিরভাগ সময় শিকাগো বুলসের হয়ে খেলা মাইকেল জর্ডান বিশ্বব্যাপী একজন আইকন হয়ে উঠেন। এমনকি বিশ্বজুড়ে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) প্রোফাইল বাড়াতে সাহায্য করেন তিনি।
বাস্কেটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত জর্ডান ২০০৩ সালে অবসর নেন। এনবিএ'র ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় তিনি।
গত রোববার লাস ভেগাসে তার জুতো জোড়া নিলামে তোলা হয়। নিলামঘর সোথবি'সের ব্রাম ওয়াচটার বলেন, 'জর্ডান নাইকি এয়ার শিপের এই রেকর্ড ভাঙা মূল্য আদতে স্নিকার বাজারের শিখরে থাকা মাইকেল জর্ডান ও এয়ার জর্ডান ফ্র্যাঞ্চাইজির অবস্থান নিশ্চিত করে।'
নিলামে জুতো জোড়া কিনে নেন সুপরিচিত সংগ্রাহক নিক ফিওরেলা। নিলামের আগে অনুমান করা হয়েছিল, জুতো জোড়া ১ মিলিয়ন ডলার থেকে ১.৫ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে।
তবে জর্ডানের জুতো জোড়া এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল ট্রেইনার নয়। এ বছরের এপ্রিলে র্যাপার কানিয়ে ওয়েস্টের নাইকি এয়ার ইজি জুতো ১.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
-
সূত্র: বিবিসি