বকেয়া আদায়ে রন হক শিকদারের বিদ্যুৎকেন্দ্র নিলামে তুলেছে জনতা ব্যাংক
রন হক শিকদারের মালিকানাধীন পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের প্রায় ৮৪৩ কোটি টাকা বকেয়া আদায়ের জন্য আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনতা ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন পর্যন্ত পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর বিদ্যুৎকেন্দ্রের কাছে সুদ ও আনুষঙ্গিক খরচ বাবদ জনতা ব্যাংকের পাওনা ৮৪২ কোটি ৮২ লাখ টাকা। এই টাকা আদায়ের জন্য ব্যাংক অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২ (৩) ধারা প্রয়োগ করছে এবং নিলামকৃত সম্পত্তিতে আগ্রহী সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করছে।
এতে বলা হয়, আগ্রহী দরদাতাদের আগামী ২৯ জানুয়ারি বিকাল ৩টার মধ্যে জনতা ব্যাংক পিএলসির কর্পোরেট শাখা, জনতা ভবন, ১১০ মতিঝিল, ঢাকায় অথবা প্রধান কার্যালয়ের প্রকৌশল বিভাগ এস্টেট ডিপার্টমেন্টে রক্ষিত টেন্ডার বাক্সে সাদা কাগজে সিলমোহর করা খামে দরপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর, আগ্রহী দরপত্রদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে। আগ্রাহী দরপত্রদাতারা চাইলে নিলামের আগে ব্যাংকের মাধ্যমে তালিকাভুক্ত সম্পত্তি, যেমন জমি, অবকাঠামো এবং মজুদ পরিদর্শন করতে পারবেন।