মাওরি বৃদ্ধের তৈলচিত্র নিউজিল্যান্ডে নিলামে রেকর্ড ২.২ মিলিয়ন ডলারে বিক্রি
নিউজিল্যান্ডের চিত্রশিল্পী চার্লস ফ্রেডরিক গোল্ডির আঁকা একজন মাওরি বৃদ্ধের তৈলচিত্র নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। এটি দেশটির ইতিহাসে নিলামে বিক্রি হওয়া সর্বোচ্চ মূল্যের চিত্রকর্ম।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) নিলামে "থটস অব এ তোহুঙ্গা" নামে পরিচিত এই চিত্রকর্মটি ৩.৭৫ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারে (২.২ মিলিয়ন ডলার) বিক্রি হয়। ফ্রেডরিক গোল্ডি তার মৃত্যুর ৯ বছর আগে তৈলচিত্রটি এঁকেছিলেন।
এতে ফারেকাউরি তাহুনা নামে একজন মাওরি বৃদ্ধের প্রতিকৃতি রয়েছে।। তার মুখে মকো (মাওরি ফেসিয়াল ট্যাটু) এবং গলায় একটি হেই-টিকি পেন্ডেন্ট বা লকেট রয়েছে। তাকে তার প্রজন্মের শেষ ট্যাটু করা পুরুষদের একজন হিসেবে ধরা হয়। তাহুনার প্রতিকৃতি গোল্ডির একাধিক চিত্রকর্মে স্থান পেয়েছে।
চিত্রকর্মটি অজ্ঞাত এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। শিল্প সমালোচকদের মতে, ১৯৪৭ সালে মৃত্যুর আগে গোল্ডির আঁকা শ্রেষ্ঠ কাজ এটি।
আন্তর্জাতিক আর্ট সেন্টারের পরিচালক রিচার্ড থমসন বিবিসিকে জানান, ৩৩ বছরের মধ্যে এই প্রথম ছবিটি নিলামে তোলা হয়েছে। তিনি বলেন, "গোল্ডি তার জীবদ্দশায় মাওরি সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন। তিনি অকল্যান্ডে বসবাস করতেন এবং তার চিত্রের বিষয়গুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন।"
থমসন আরও বলেন, "নিউজিল্যান্ডের মানুষ তাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। গোল্ডির আঁকা চিত্রকর্ম সবসময়ই চাহিদাসম্পন্ন।"
তিনি জানান, ২০১৬ সাল থেকে গোল্ডির ১৩টি চিত্রকর্ম নিলামে বিক্রি হয়েছে। প্রতিবার এগুলোর দাম মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের বেশি ছিল।
নিউ জিল্যান্ডের জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ মাওরি জনগোষ্ঠী। তবে, স্বাস্থ্য, আয়, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। সাধারণ মানুষের তুলনায় তাদের গড় আয়ুষ্কাল সাত বছর কম।
গত সপ্তাহে অ্যাক্ট নামের একটি রাজনৈতিক দল এবং জোট সরকারের ছোট অংশীদার মাওরি জনগণের সঙ্গে করা প্রতিষ্ঠাতা চুক্তি "ট্রিটি অফ ওয়াইতাঙ্গি" [ওয়াইতাঙ্গি চুক্তি] পুনর্ব্যাখ্যা করার প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করে।
বিলটির বিরুদ্ধে হাজার হাজার মানুষ নয় দিনের একটি পদযাত্রায় অংশ নেন। প্রথম ধাপে এটি পাস হলেও, জোটের বড় অংশীদারদের সমর্থন না থাকায় দ্বিতীয় ধাপে এটি পাস হওয়ার সম্ভাবনা কম।