‘আমি এখন আল-সাদকে নিয়ে ব্যস্ত’: বার্সেলোনা-গুঞ্জনের মাঝে জাভি
রোনাল্ড কোমানের উত্তরসূরি হিসেবে বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজের নাম বেশ জোরেশোরেই শুনা যাচ্ছিল। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাও প্রকাশ্যে জানিয়েছেন, পরবর্তী কোচ হিসেবে জাভিকেই চান তিনি।
তবে বার্সার ম্যানেজারের পদ নিয়ে কোনো মন্তব্য করতেই রাজি হননি এই মিডফিল্ড কিংবদন্তি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাভি বলেন, "আমি আল সাদে আমার কাজ নিয়ে ব্যস্ত। অন্য কোনো কিছু নিয়ে কথা বলতে পারব না।"
স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, বৃহস্পতিবার আল-সাদের বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন জাভি এবং বার্সার দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। জাভির ইচ্ছার প্রতি সম্মান জানিয়েছে বোর্ড। তবে ক্লাব ত্যাগের ক্ষেত্রে জাভির সাথে একটি 'বাইআউট ক্লজ' ঠিক করে দেওয়ার চিন্তা করছে তারা।
বর্তমানে আল-সাদের সাথে চুক্তিবদ্ধ জাভি। যে কারণে, চাইলেই ক্লাব ত্যাগ করতে পারবেন না তিনি। 'বাইআউট ক্লজ'-এর মাধ্যমে একটি ফি নির্ধারণ করে দিবে আল-সাদ, যেটি পূরণ করলেই জাভিকে কোচের চুক্তি প্রদান করতে পারবে বার্সা।
মার্কা জানিয়েছে, অন্তত ৩রা নভেম্বর পর্যন্ত জাভিকে ধরে রাখতে চাইছে আল-সাদ। ধারণা করা হচ্ছে, নতুন কোচ নির্ধারণের জন্যই এই সময়টুকু চেয়ে নিচ্ছে কাতারি ক্লাবটি।
সূত্র: মার্কা।