অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব-নবী সমানে সমান
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দারুণ পারফরম্যান্স দিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছিলেন সাকিব আল হাসান। ফিরে পেয়েছিলেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। কিন্তু সুপার টুয়েলভে ব্যাটে-বলে আলো ছড়ানো হয়নি তার। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সাকিব বাংলাদেশের সর্বশেষ ম্যাচেও খেলতে পারেননি। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে।
রেটিং পয়েন্ট হারানোয় অলরাউন্ডারের শীর্ষস্থানে সাকিবকে ধরে ফেলেছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ নবী। দুইজনের রেটিং পয়েন্টই এখন সমান। তবে সবার ওপের আছেন নবী, এরপরই সাকিব। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
নবীকে পেছনে ফেলেই গত সপ্তাহে শীর্ষে ফিরেছিলেন সাকিব। প্রথম রাউন্ডের দারুণ পারফরম্যান্সে আফগানিস্তান অলরাউন্ডারের থেকে ২০ রেটিং পয়েন্টে এগিয়ে যান তিনি। সে সময় সাকিবের পয়েন্ট ছিল ২৯৫, নবীর ২৭৫।
এরপর অবস্থা পাল্টে যেতে শুরু করে। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট ও ১০ রান করেন সাকিব। কিন্তু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি তিনি, উইকেটও নিতে পারেননি কোনো। এরপর হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে যান সাকিব।
এমন পারফরম্যান্সে সাকিব ২৪ রেটিং পয়েন্ট হারিয়েছেন। নবী হারান ৪ পয়েন্ট। দুইজনের রেটিং পয়েন্টই এখন ২৭১। ১৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন নামিবিয়ার জনাথন স্মিট।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভানিন্দু হাসারাঙ্গার। অলরাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কার এই ক্রিকেটার উঠে এসেছেন চতুর্থ স্থানে। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন বড় লাফ দিয়েছেন। ৫৭ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের। ৭৭ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে একটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেট না পেলেও শরিফুল দারুণ বোলিং করেন। ৪ ওভারে তার খরচা ছিল মাত্র ১৫ রান।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দারুণ ছন্দে থাকা ডানহাতি এই ওপেনারের রেটিং পয়েন্ট ৮৩৪। ইংল্যান্ডের দাভিদ মালান ৭৯৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ তিন নম্বরে ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান চার নম্বরে আছেন।