আগামী বছর থেকেই দেশে করোনা টিকা উৎপাদন সম্ভব: সালমান এফ রহমান
আগামী বছর থেকে দেশে করোনা টিকার উৎপাদনে যাওয়ার জন্য সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত 'মিট দ্য রিপোর্টার্স'অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
সালমান এফ রহমান বলেন, 'টিকা আমদানি ছাড়াও উংপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। ইনসেপ্টা চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। তাদের পূর্ণাঙ্গ সক্ষমতা রয়েছে।'
এছাড়াও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল টিকা উৎপাদনে সক্ষমতা তৈরি করছে বলে জানান বেক্সিমকোর চেয়ারম্যান সালমান এফ রহমান। আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের টিকা উৎপাদনকারীদের সাথে যোগাযোগ করছে বেক্সিমকো।
ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তির বাকি টিকা আগামী মাস থেকে আসতে শুরু করবে বলেও জানান তিনি।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বাড়ছে বলেই দেশের বাজারে তেলের মূল্য বাড়ানো হয়েছে। তবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য কমে এলে আস্তে আস্তে দেশেও এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও আগামী ৩-৪ বছরের মধ্যে ঢাকার ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প সম্পন্ন হলে ঢাকার পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।