নিউইয়র্কে আবাসিক ভবনে আগুন, ৯ শিশুসহ নিহত ১৯
নিউইয়র্কের একটি আবাসিক ভবনে আগুন লেগে ৯ শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে শহরের ১৯ তলা বিশিষ্ট ব্রঙ্কস অ্যাপার্টমেন্ট ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, আরও ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিনির্বাপক বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হিসেবে উল্লেখ করে জানান, ১৯ তলা ভবনটির প্রতিটি তলায় তারা আহতদের খুঁজে পেয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল পুরো ভবনজুড়ে। আর এতেই অসুস্থ হয়ে পড়েন বেশিরভাগ মানুষ।
এনবিসি নিউজকে তিনি বলেন, নিউইয়র্কে বিগত ৩০ বছরের মধ্যে এই ঘটনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
কিছুদিন আগে ফিলাডেলফিয়ায় আরেকটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে ৮ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও এক অগ্নিকাণ্ডের ঘটনা দেখলো মার্কিনিরা।
প্রায় ২০০ অগ্নিনির্বাপক কর্মীকে নিউইয়র্কের আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মনে করছেন, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক হিটার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
কমিশনার ড্যানিয়েল নিগ্রো আরও জানান, যে অ্যাপার্টমেন্টে আগুনের সূত্রপাত হয়েছিল তার দরজা খোলা থাকায় চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে জানান তিনি।
মেয়র এরিক অ্যাডামসের সিনিয়র উপদেষ্টা স্টেফান রিঙ্গেল সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, হাসপাতালে ভর্তি ৩২ জনসহ মোট আহত হয়েছেন ৬৩ জন। এরমধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।
তিনি বলেন, "এই অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের শহরে দুঃখ ও হতাশা বয়ে আনতে চলেছে। হতাহতের সংখ্যা উদ্বেগজনক।"
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল রোববারের এই ঘটনাকে 'দুঃখজনক' হিসেবে উল্লেখ করে বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তায় ও ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।
- সূত্র: বিবিসি