পরীক্ষা স্থগিত, ৭ কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ
স্থগিত করা পরীক্ষা চলমান রাখার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে বলে জানিয়েছে জাগোনিউজ২৪।
এতে করে মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, শাহবাগ, বংশাল, নয়াবাজারসহ আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজ তাদের শেষ ডিগ্রি পরীক্ষায় বসার কথা ছিল।
সকালে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা স্থগিত হওয়ার খবর পান তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, পরীক্ষা স্থগিতের বিষয়ে তাদেরকে আগে থেকে জানানো হয়নি এবং এ বিষয়ে কোনো নোটিশ বা ঘোষণাও দেওয়া হয়নি।
বিক্ষোভকারীদের দাবি, ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ২০১৮ তে হওয়ার কথা ছিল।
সেশন জটের কারণে, গত বছরের ২১ নভেম্বর শুরু হয় পরীক্ষা। আজ শেষ হওয়ার কথা থাকলেও মহামারি জনিত নতুন নির্দেশনার কারণে তা স্থগিত করা হয়েছে।
কবি নজরুল সরকারি কলেজের ছাত্র কাওসার হোসেন বলেন, "আমরা ইতোমধ্যেই ভয়াবহ সেশনজটের মধ্যে আছি। আজ আমাদের শেষ পরীক্ষা ছিল। আমি কেন্দ্রে এসে স্থগিতের কথা জেনেছি। আমাদের সঙ্গে এমন অবিচার কেন?"