ভোজ্যতেলের দাম আরও বাড়তে পারে: বাণিজ্যমন্ত্রী
দেশে ভোজ্যতেলের দাম আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেছেন, ভোজ্যতেল ব্রাজিল থেকে আমদানি করা হয়। তাই সেখানে দাম বাড়ালে দেশে আবারও ভোজ্যতেলের দাম বাড়তে পারে।
শনিবার বিকেলে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজে রোটারি ক্লাবের আয়োজনে ছিন্নমূল শীতার্দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্যমন্ত্রী। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রমজান মাসে ওএমএসের মাধ্যমে পণ্য বিক্রি দ্বিগুণ করা হবে জানিয়ে তিনি বলেন, "সাধারণত রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। তাই এই সময়ে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।"
মন্ত্রী আরও জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে।
বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
ব্যবসায়ীরা সম্প্রতি ভোজ্যতেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন। সেক্ষেত্রে খুচরা বাজারে প্রতি লিটার ভোজ্যতেলের দাম হবে ১৬৮ টাকা, তেলের মিলে দাম হবে ১৫৮ টাকা এবং পরিবেশকের কাছে দাম হবে ১৬২ টাকা প্রতি লিটার।
তবে, গত ৬ জানুয়ারি দাম বৃদ্ধির এই প্রস্তাব অনুমোদন করেনি সরকার। সমন্বিত ও অভিন্ন মূল্য নির্ধারণের ব্যবস্থা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।