পেন্টাগনে অনধিকার প্রবেশ! গ্রেপ্তার হল মুরগি
নিরাপত্তার চোখ এড়িয়ে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনে ঢুকে পড়েছিল একটি মুরগি। আর তা নিয়ে তুমুল হইচই পড়ে যায় পেন্টাগনজুড়ে। তবে, শেষমেশ উদ্ধার করা হয়েছে সেই মুরগিটিকে।
পেন্টাগন এবং এর আশপাশের পুরো এলাকায় রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেই নিরাপত্তার নজর এড়িয়ে কোনো কাকপক্ষীরও ভিতরে ঢোকার সুযোগ নেই। যেই নিরাপত্তা ব্যবস্থাকে কোনো মানুষই ভাঙতে পারে না, আশ্চর্যজনকভাবে সেটি ভেঙে দেখিয়েছে একটি মুরগি। ভার্জিনিয়ার আর্লিংটনের একটি প্রাণী কল্যাণ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়ে মুরগিটির একটি ছবিও শেয়ার করেছে।
স্থানীয় প্রাণী কল্যাণ সংস্থাটি জানিয়েছে, আমেরিকার প্রতিরক্ষা বিভাগের প্রধান কার্যালয়ের সামনে থেকে উদ্ধার করা হয়েছে মুরগিটিকে। তবে ঠিক কোন জায়গা থেকে একে উদ্ধার করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি সংস্থাটি। উদ্ধারের পর মুরগিটিকে ওই সংস্থার হাতেই তুলে দেওয়া হয়।
পেন্টাগনের কর্মীরা মুরগিটির নাম দিয়েছেন 'হেনি পেনি'।
প্রাণী কল্যাণ সংস্থাটির মুখপাত্র চেলসি জোন্স জানিয়েছেন, ওই সংস্থারই একজন কর্মচারী হেনি পেনিকে দত্তক নিয়েছেন। জানা গেছে, ভার্জিনিয়ায় একটি ছোট মুরগির খামার রয়েছে তার।
- সূত্র: দ্য গার্ডিয়ান/ আনন্দবাজার পত্রিকা