সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্রের পরেই চীন, তিনে ভারত
প্রতিরক্ষা খাতে খরচে বিশ্বের প্রথম তিনটি দেশের তালিকায় স্থান করে নিয়েছে ভারত। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পরেই ভারতের অবস্থান। এর আগে, ২০২০ সালের সামরিক ব্যয়ের পরিসংখ্যানেও মস্কোকে পেছনে ফেলেছিল দিল্লি।
এসআইপিআরআই-এর দেওয়া তথ্য বলছে, ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে খরচ বেড়েছে ০.৯শতাংশ। প্রাপ্ত তথ্য বলছে, গেলো বছর সামরিক খাতে ভারতের প্রায় ৭ হাজার ৬৬০ কোটি ডলার খরচ হয়েছে।
অন্যদিকে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল ৮০ হাজার ১০০ কোটি ডলার আর চীনের ছিল ২৯ হাজার ৩০০ কোটি ডলার। কোভিডের কারণে আমেরিকার প্রতিরক্ষা ব্যয় ১.৪ শতাংশ কমলেও চীনের বেড়েছে প্রায় ৪.৭ শতাংশ।
এসআইপিআরআই-এর প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীর মোট প্রতিরক্ষা ব্যয়ের ৬২ শতাংশ মিলিতভাবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত এবং ব্রিটেনের দখলে।
- সূত্র: টাইমস অফ ইন্ডিয়া