উপযুক্ত সময়ে রিভার্স সুইপ, মুশফিককে ডমিঙ্গো
দল বিপদে, শেষ ভরসা তিনি। এমন সময়ে যে কেউ সতর্ক থাকেন, অনেকবার ভেবে নেন সিদ্ধান্ত। কিন্তু মুশফিকুর রহিমের বেলায় তেমন নয়। সুইপ-রিভার্স সুইপে আগের বহুবারের মতো দক্ষিণ আফ্রিকায় আরও একবার দলকে মাঝ দরিয়ায় রেখে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেস্ট ম্যাচে কেন রিভার্স সুইপ, এমন প্রশ্নে সমালোচনার শেষ ছিল না। যদিও মুশফিকের রিভার্স সুইপে সমস্যার কিছু দেখেন না রাসেল ডমিঙ্গো। তবে এই শট খেলার জন্য মুশফিককে উপযুক্ত সময় বেছে নিতে বললেন বাংলাদেশের প্রধান কোচ।
একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচের আগে উঠে এলো মুশফিকের রিভার্স শট খেলার বিষয়টি। শুক্রবার সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই, ডমিঙ্গো জানালেন এই শটে তার আপত্তি নেই। তবে দল কোন অবস্থায় আছে, সেটা বিবেচনা করে এই শট খেলার পরামর্শ প্রোটিয়া এই কোচের।
ডমিঙ্গো বলেন, 'ধরুন, ওপেনিং ব্যাটসম্যান কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হলো বা মিড উইকেটের দিকে খেলতে গিয়ে এলবিডব্লিউ হলো, এটা খেলা বন্ধ করতে বলবেন? কোনো শট নিয়ে যদি কারও আত্মবিশ্বাস থাকে, আস্থা থাকে এবং যদি সে মনে করে এটা ভালো বিকল্প, সেই শট খেলায় সমস্যা থাকতে পারে না। আমার মতে, শট খেলার সময়টা গুরুত্বপূর্ণ, কখন শটটি খেলা উচিত এবং কেন ওই শট খেলা প্রয়োজন।'
মুশফিক রিভার্স শটে অনেক আত্মবিশ্বাসী জানিয়ে বাংলাদেশের কোচ আরও বলেন, 'রিভার্স সুইপে মুশফিক দুর্দান্ত, অতীতে এই শটে অনেক রানও করেছে। এই শট নিয়ে অনেক আত্মবিশ্বাসীও সে। স্রেফ সময়টা গুরুত্বপূর্ণ, কখন এই শট খেলবে। কাভার ড্রাইভও যেমন, খুব সুন্দর শট। কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান হলে প্রথম ২০-৩০ বলের মধ্যে কাভার ড্রাইভ খেলতে গেলে ঝুঁকি থাকবে। ৫০-৬০ বল খেলার পর কাভার ড্রাইভে সমস্যা নেই। ব্যাপারটি তাই হলো, কখন শটটি খেলছে।'
অনুশীলনে সুইপ, রিভার্স সুইপ খেলতে দেখা গেছে মুশফিককে। কেবল তিনিই নন, রিভার্স সুইপ নিয়ে আলাদাভাবে কাজ করতে দেখা গেছে তামিম ইকবালকে। চট্টগ্রামে দ্বিতীয় দিনের অনুশীলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে রিভার্স সুইপে অনুশীলন করান স্পিন কোচ রঙ্গনা হেরাথ ও ব্যাটিং কোচ জেমি সিডন্স। এই শট নিয়ে হয়তো তারও পরিকল্পনা আছে। তেমন হলে শটটি খেলতে মুশফিকের মতো তামিমকেও বেছে নিতে হবে উপযুক্ত সময়, সেটা বলাই বাহুল্য।