রাশিয়া ছাড়লো রেনোঁ, একই কারখানায় ফিরে আসছে সোভিয়েত যুগের মস্কভিচ
ফরাসি গাড়ি নির্মাতা রেনোঁর একটি কারখানা সম্প্রতি জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ইউক্রেনে সংঘাতকালীন এই সময়ে অধিকৃত রেনোঁর কারখানাটি সোভিয়েত যুগের মস্কভিচ গাড়ি পুনরুজ্জীবিত করতে ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছে মস্কো নগর সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ম্যাকডোনাল্ডস ও সিমেন্সের মতো পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়ায় তাদের ব্যবসা ছেড়েছে। একই তালিকায় যোগ দিয়েছে ফ্রান্সের নামকরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনোঁ। এই সুযোগে রেনোঁর কারখানা কিনে নিয়েছে রুশ সরকার। সেখানে সোভিয়েত যুগের ঐতিহ্যবাহী মস্কভিচকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা করছে মস্কো।
রাশিয়ার সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভটোভাজে ৬৮ শতাংশ অংশীদারিত্ব ছিল রেনোঁর, যা রুশ সরকারের কাছে মাত্র এক রুবলে বিক্রি করে দিয়েছে কোম্পানিটি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, সোমবার (১৫ মে) চুক্তিতে আগামী ৬ বছরের মধ্যে ফিরিয়ে নেওয়ার বিকল্প রেখে রুশ সরকারকে কারখানার কর্তৃত্ব হস্তান্তর করে রেনোঁ। অর্থাৎ, বিনামূল্যেই কারখানাটির নিয়ন্ত্রণ পেয়েছে মস্কো।
রেনোঁ সিইও লুকা ডি মিও বিবৃতিতে বলেছেন, কোম্পানিটি রাশিয়ায় নিজেদের ভবিষ্যৎ ব্যবসা রক্ষার চেষ্টা করছে।
"আজ আমরা একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছি। রাশিয়ায় আমাদের ৪৫ হাজার কর্মীর জন্য একটি দায়িত্বশীল বিকল্প আমরা বেছে নিয়েছি। এর মাধ্যমে আমরা কর্মীদের কার্যক্ষমতা এবং ভবিষ্যতে আবারও এ দেশে ফিরে আসার সুযোগ রক্ষার চেষ্টা করছি", যোগ করেন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে রেনোঁর নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এর পাশাপাশি ইউক্রেনের পক্ষ থেকেও রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার চাপ আসছিল রেনোঁর ওপর। রাশিয়ায় ব্যবসা বন্ধ না করলে রেনোঁর গাড়ি বয়কটের আহ্বান জানিয়েছিল ইউক্রেন। অবশেষে, অন্যান্য পশ্চিমা কোম্পানিগুলোর সঙ্গে তাল মিলিয়ে রাশিয়া ছাড়ল বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠান।
- সূত্র: দ্য গার্ডিয়ান