মারিউপোলের আজভস্তাল পুরোপুরি দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলের আজভস্তাল স্টিলওয়ার্কস কারখানার সম্পূর্ণ এলাকা দখলের ঘোষণা দিয়েছে রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মারিউপোল দখলে দুই মাস ধরে এই কারখানা অবরুদ্ধ করে রাখে রাশিয়ান বাহিনী।
রুশ সূত্রের অনুমান, প্রায় ২ হাজার ২০০ লোক আজভস্তাল কমপ্লেক্সের বেজমেন্টে আটকা পড়ে ছিল।
ইউক্রেনীয় সৈন্যদের শেষ ৫৩১ জনের গ্রুপও আত্মসমর্পন করেছে বলে জানিয়েছে রাশিয়ান সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ।
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ওই কারখানায় অবস্থানরত ইউক্রেনীয় সৈন্যদের সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ইউক্রেনের সামরিক বিবৃতিতে বলা হয়, "মারিউপোলের গ্যারিসন নির্ধারিত মিশন সম্পন্ন করেছে। সর্বোচ্চ সামরিক কমান্ড আজভস্তালে অবস্থানরত ইউনিটের কমান্ডারদের প্রতি কর্মীদের জীবন বাঁচানোর নির্দেশ জারি করেছে।"
আজভস্তাল ইস্পাত কারখানা থেকে সমস্ত ইউক্রেনীয় সেনা চলে যাওয়ার পর অনুষ্ঠানিকভাবে শেষ হবে মারিউপোল সংঘাত। ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের শুরু থেকেই রাশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটিকে টার্গেট করেছিল। রুশ বাহিনী শুরু থেকেই মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে আসছিল। মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারলে এটিই হবে চলমান সংঘাতে রাশিয়ার দখল করা ইউক্রেনের প্রথম বড় শহর।