শিক্ষার্থীদের জন্য বিবিআইএন দেশগুলোতে ভিসামুক্ত ভ্রমণ চালু করুন: পরিকল্পনা প্রতিমন্ত্রী
২০৪১ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত হতে চায় বাংলাদেশ। সেজন্য রোববার বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল) দেশগুলোতে শিক্ষার্থীদের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অনুষ্ঠিত দুই দিনের 'ন্যাচারাল অ্যালাইজ ইন ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারডিপেনডেন্স' সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ প্রতিমন্ত্রী বলেন, 'আসুন আমরা শিক্ষার্থীদের জন্য দেশের দরজা খুলে দিই।'
তিনি আরও বলেন, 'আমি সরকারি কেন্দ্র বা স্কলারশিপ প্রোগ্রামের কথা বলছি না। আমি বেসরকারি খাতের কথাও বলছি।'
শামসুল আলম বলেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে 'ক্ষুধামুক্ত' হবে।
তিনি পরামর্শ দেনন, এশিয়া অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের মতো একটি ভিসামুক্ত ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে, যেখানে এই অঞ্চলের এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করতে ভিসার প্রয়োজন হবে না।
প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি পর্যটনের জন্য অবাধে যাতায়াত করতে দিন। বিবিআইএন দেশগুলো দিয়ে এটা শুরু করতে পারি।'
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে প্রায় ৫০টি সরকারি ও ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ২০০৫-০৬ সালে বাংলাদেশের সাক্ষরতার হার ছিল ৪৩ শতাংশ, তা এখন বেড়ে ৭৩ শতাংশ হয়েছে। এক দশক আগে এদেশের মানুষের গড় আয় ছিল ৬৫ বছর, এখন তা বেড়ে ৭৫ বছর হয়েছে।
প্রতিমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন যে ২০৪১ সালের মধ্যে ১৬ হাজার ৪০০ মার্কিন ডলার মাথাপিছু আয় নিয়ে বাংলাদেশ সমৃদ্ধ বা উন্নত দেশের কাতারে নাম লেখাবে। বর্তমানে দেশের মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার।