তামিমদের চোখ রাঙিয়ে হারল মাহমুদউল্লাহর দল
একটা সময় হার দেখতে পাচ্ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। হঠাৎ-ই ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন মাহেদী হাসান। প্রধান পরিচয় স্পিনার হলেও এদিন মিরপুরে ব্যাট হাতে শাসন চললো মাহেদীর। তরুণ এই ক্রিকেটারের ব্যাটিংয়ে তৈরি হয় টানটান উত্তেজনা। ক্ল্যাইম্যাক্স গড়ায় শেষ ওভার পর্যন্ত। যদিও শেষ হাসি ওঠেনি মাহেদীর মুখে।
সোমবার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তামিম ইকবালের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯ রানে হেরে গেছে মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদীদের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৬ উইকেটে ২৫১ রান তোলে। সর্বোচ্চ ৭৯ রান করেন রনি তালুকদার। জবাবে সৌম্য সরকার, আকবর আলীদের লড়াইয়ের পর শেষের দিকে মাহেদীর ৫৬ রানের হার না মানা ইনিংসও জেতাতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ৯ উইকেটে ২৪২ রানে থামে গাজীর ইনিংস।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভালো শুরু না হলেও সেটা সামলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এক পাশ আগলে খেলে যান সৌম্য সরকার। কিন্তু বাঁহাতি এই ওপেনার ৪৯ রান করে আউট হওয়ার পর দিক হারায় গাজী। মুমিনুল হক ২৮ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৩২ রান করে বিদায় নেন।
আরিফুল হক, আকবর আলীরাও আশা জাগিয়েছিলেন। কিন্তু আরিফুল ২০ ও যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর ৩১ রান করে আউট হন। এরপর মাহেদী একাই লড়েছেন। ৪৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। যদিও তাতে জয় নিশ্চিত হয়নি। প্রাইম ব্যাংকের মুস্তাফিজ, ম্যাচ সেরা নাহিদুল ও অলোক কাপালি ২টি করে উইকেট নেন।
এরআগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। কোনো রান যোগ না হতেই ফেরেন ওপেনার এনামুল হক বিজয়। অধিনায়ক তামিম ইকবালও পারেননি নেতার মতো খেলতে। অনেকটা সময় নিলেও ৪৭ বলে একটি চারে ১৯ রান করে বিদায় নেন জাতীয় দলের নতুন এই ওয়ানডে অধিনায়ক।
রনি তালুকদার এবং শেষের দিকে ম্যাচ সেরা নাহিদুল ইসলাম ও নাঈম হাসানের হার নামা দুই ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় প্রাইম ব্যাংক। ১০৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭৯ রান করেন রনি তালুকদার। নাহিদুল ৫৩ ও নাঈম ৪৬ রানে অপরাজিত থাকেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন।