শুরু হয়ে গেছে কোভিডের চতুর্থ ওয়েভ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
বৃহস্পতিবার দেশে কোভিড-১৯ আক্রান্তের পজিটিভিটি রেট ৫% ছাড়িয়ে গেছে। ফলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ভাইরোলজিস্টদের আশংকা, দেশে এ মহামারির চতুর্থ ওয়েভ শুরু হয়ে গেছে।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম টিবিএসকে বলেন, "তিন মাসের বেশি সময় পজিটিভি রেট ১% এর কম ছিলো, গত এক সপ্তাহে পজিটিভিটি রেট ১% থেকে ৫% ছাড়িয়ে গেলো তার মানে নতুন ওয়েভ শুরু হয়েছে। এখনই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে। এখন মাত্র ২ কোটি ৪৭ লাখ মানুষ ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছে। কমপক্ষে ১০ কোটি মানুষকে বুস্টার ডোজের আওতায় আনলে কোভিড পজিটিভ হলেও মৃত্যু কম হবে। পাশাপাশি সবাইকে মাস্ক পরতে হবে।"
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড সনাক্ত হয়; একই বছরের ১৮ মার্চ প্রথম কোভিডে মৃত্যু ঘটে। এরপর থেকে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়তেই থাকে।
সাত মাস পর পরিস্থিতি কিছুটা উন্নত হতে শুরু করে। কিন্তু গত বছরের মার্চ মাসে, দেশব্যাপী ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মধ্যেই শুরু হয় কোভিডের সেকেন্ড ওয়েভ। আবারও বেড়ে যায় কোভিড আক্রান্তের সংখ্যা।
চলতি বছরের জানুয়ারিতে কোভিডের থার্ড ওয়েভ শুরু হয়। ফেব্রুয়ারি থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংক্রমণ কম ছিলো। এখন আবার এটি বাড়তে শুরু করেছে।
ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)-এর উপদেষ্টা ডাঃ এম মুশতাক হোসেন টিবিএসকে বলেন, "কোভিডের নতুন ওয়েভ স্টার্টিং পয়েন্টে আছে এখন। ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণ জ্যামিতিক হারে বাড়ছে। এখন কঠোরভাবে মাস্ক পরতে হবে, শারিরীক দূরত্ব বজায় রাখতে হবে। এবং দ্রুত সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেয়ার হার বাড়াতে হবে। ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেয়ার হার বাড়লেও, এখনো ৭০% মানুষ সেকেন্ড ডোজ নেয়নি। ভ্যাকসিন চলে আসার পর কোভিডে মৃত্যু মানা যায় না। তাই সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে।"
দেশে প্রতিদিন কোভিড পজিটিভের সংখ্যা বাড়ছে; বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬,২০০টি নমুনা পরীক্ষার পর ৩৫৭টি পজিটিভ কেস রিপোর্ট করা হয়েছে।
একই সময়ে পজিটিভিটি রেটও বেড়ে হয়েছে ৫.৭৬%, যা গত সাড়ে তিন মাসে সর্বোচ্চ। এর আগে, ২৩ ফেব্রুয়ারি পজিটিভিটি রেট ৬.৭৭% রিপোর্ট করা হয়েছিল।
তবে সংক্রমণ বাড়লেও বাংলাদেশে গত কয়েক সপ্তাহে এই ভাইরাসে কোনো মৃত্যু হয়নি।
যারা এখনো করোনার বুস্টার ডোজ নেননি তাদেরকে শিগগিরই তা নিতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, "আমাদের দেশে করোনা কিছুটা হলেও বাড়তি, আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বুস্টার ডোজ যারা নিয়েছেন, তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান জানাব, যারা এখনো নেননি শিগগিরই বুস্টার নিয়ে নিন।"
২০২০ সালে করোনা প্রাদুর্ভাব শুরুর পর দেশে এখন পর্যন্ত ২৯ হাজার ১৩১ জনের প্রাণহানি ঘটেছে এ ভাইরাসে; কোভিড পজিটিভ সনাক্ত হয়েছেন মোট ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন।