বোলিং করতে নেমে ক্রিকেটারকে ধাক্কা, গ্রেপ্তার ‘তারকা’ দর্শক
জারভো শুরুটা করেন ফিল্ডিং দিয়ে। লর্ডস টেস্টে তিনি ভারতীয় দলের সঙ্গে ফিল্ডিং করতে মাঠে নেমে পড়েন। হেডিংলি টেস্টে প্যাড-গ্লাভস পরে নেমে পড়েন ব্যাটিংয়ে। আর ওভাল টেস্টে এসে বোলিং করতে নেমে যান তিনি।