বোলিং করতে নেমে ক্রিকেটারকে ধাক্কা, গ্রেপ্তার ‘তারকা’ দর্শক
চলতি ইংল্যান্ড-ভারত সিরিজে তার মাঠে ঢুকে পড়ার দৃশ্য অতি পরিচিত হয়ে উঠেছে। ইচ্ছা হলেই মাঠে ঢুকে যাচ্ছেন ড্যানিয়েল জারভিস। কখনও প্যাড-গ্লাভস পরে ব্যাটিং করতে নেমেছেন, আবার কখনও নেমে গেছেন ফিল্ডিংয়ে। তবে ওভাল টেস্টে তিনি যা করলেন, সেটার জন্য আর রক্ষা হয়নি।
তৃতীয়বারের মতো মাঠে ঢুকে পড়েন তিনি। এবার বোলিং করতে গিয়েছিলেন জারভিস। পপিং ক্রিসের কাছে গিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে ধাক্কা দেন উদ্ভট সব কাণ্ড ঘটিয়ে আসা এই দর্শক। এতে বিপাকে পড়তে হয়েছে তাকে। আগের দুবার অল্পতে বেঁচে গেলেও এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওভাল ক্রিকেট মাঠে একটি ঘটনার পর ক্রিকেটারকে আঘাত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাউথ লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখনও জারভিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিবৃতি দিয়ে তারা বলেছে, এভাবে মাঠে ঢুকে যাওয়া পুরোপুরি অগ্রহণযোগ্য।
ড্যানিয়েল জারভিস; তবে তিনি যে জার্সি পরে মাঠে নেমে পরেন, সেখানে লেখা থাকে 'জারভো ৬৯'। জার্সিতে লেখা এই নামেই পরিচিত হয়ে উঠেছেন তিনি। মূলত তিনি একজন ইউটিউবার, তার চ্যানেলের সবস্ক্রাইবার ১ লাখ ২৩ হাজার। নিজের চ্যানেলকে পরিচিত ও জনপ্রিয় করতেই এমন কাজ করে যাচ্ছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
জারভো শুরুটা করেন ফিল্ডিং দিয়ে। লর্ডস টেস্টে তিনি ভারতীয় দলের সঙ্গে ফিল্ডিং করতে মাঠে নেমে পড়েন। হেডিংলি টেস্টে প্যাড-গ্লাভস পরে নেমে পড়েন ব্যাটিংয়ে।
ওভাল টেস্টে এসে বোলিং করতে নেমে যান তিনি। দৌড়ে বোলিং করতে গিয়ে নন-স্ট্রাইক প্রান্তে থাকা বেয়ারস্টোর সঙ্গে তার ধাক্কা লাগে। বেয়ারস্টোর কথা কাটাকাটিও হয় তার। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান।
লর্ডস টেস্টে ফিল্ডিং করতে নেমে খুব একটা বিপাকে পড়তে হয়নি জারভোকে। তাকে শুধু মাঠ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু হেডিংলির ঘটনার পর তাকে মাঠে আজীবনের জন্য নিষিদ্ধ করে ইয়র্কশায়ার কাউন্টি, করা হয় জরিমানাও।