৯ মাস বন্ধ থাকলেও কাগজ কোম্পানির মুনাফা বেড়েছে ২৪৪ শতাংশ! 

চলতি বছরের ফেব্রুয়ারী-মার্চের পর আর চালু হয়নি পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং কোম্পানী লিমিটেডের কারখানা; তবু কোম্পানীটির রেভেনিউ ও মুনাফায় প্রবৃদ্ধি দেখানো হচ্ছে।