মার্কেস-পত্নী মের্সেদেস বার্চার প্রয়াণ
৮৭ বছর বয়সে মারা গেলেন বিখ্যাত কলম্বীয় সাহিত্যিক ও সাংবাদিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের স্ত্রী মের্সেদেস বার্চা। নোবেলজয়ী ওই সাহিত্যিক বলেছিলেন, তার অন্যতম রচনা 'নিঃসঙ্গতার ১০০ বছর' লেখা সম্ভব হয়েছিল স্ত্রীর অনুপ্রেরণায়।
মেক্সিকোর সংস্কৃতিমন্ত্রী জানান, মেক্সিকো সিটিতে শনিবার মারা গেছেন মের্সেদেস বার্চা। ১৯৫৮ সালে বিয়ের পর ১৯৬১ সাল থেকে মেক্সিকোতে বসবাস শুরু করেন ওই দম্পতি। বিয়ের পর লেখকের জীবনের কঠিন সময়ে সংসারের হাল ধরেছিলেন বার্চা।
দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। তার জীবনের বিভিন্ন সময় তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকুসহ লাতিন আমেরিকার শিল্প সংস্কৃতির অনেক প্রসিদ্ধ ব্যক্তির প্রশংসা পেয়েছেন।
স্প্যানিশ ভাষার অন্যতম প্রভাবশালী সাহিত্যিক মার্কেস ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
ইভান ডুকু এক টুইটবার্তায় বলেন, 'গার্সিয়া মার্কেসের জীবনের ভালোবাসা ছিলেন বার্চা।'
মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শেইনবাম টুইটারে লিখেন, 'মার্সেদেস বার্চার সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল আমার। তিনি ছিলেন অসাধারণ বক্তা, সমালোচক, সংস্কৃতমনা, প্রফুল্ল স্বভাবের অসাধারণ এক নারী।'
তার মৃত্যু প্রসঙ্গে নিকারাগুয়ান লেখক সার্জিও রমিরেজ বলেন, 'সাহিত্যের অসাধারণ এক যুগ হারিয়ে গেছে, তবে কাছের বন্ধুর সঙ্গে অনেক বছরের বন্ধুত্বের গল্প, চমক, হাসি কান্নার স্মৃতিই চির অম্লান থাকবে।'
পানামার প্রাক্তন মন্ত্রী ও মার্কেসের বন্ধু জর্জ এডওয়ার্ড রিটার বলেন, 'আমরা লেখকের প্রতি যতটুকু কৃতজ্ঞ, লেখক নিজে ও তার পাঠকরা বার্চার প্রতি ততটুকুই কৃতজ্ঞ। তারা আবার মিলিত হলেন।'
মৃত্যুকালে গঞ্জালো গার্সিয়া বার্চা ও রদ্রিগো গার্সিয়া বার্চা নামে দুই সন্তান রেখে যান মার্কেস-পত্নী।
- সূত্র: দ্য হিন্দু