বু বু ওয়ার্ল্ডে সুবিধাবঞ্চিত শিশুদের রঙিন দিন
চট্টগ্রামের শিশুদের একমাত্র এন্টারটেইনমেন্ট পার্ক বু বু ওয়াল্ডের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ রঙিন দিনের আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির সোশ্যাল হ্যাপিনেস প্রোগ্রাম বাস্তবায়নের অংশ হিসেবে গত (৯ নভেম্বর) জাগো ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থীদের বু বু ওয়ার্ল্ড উপহার দেয় স্বপ্ন রঙিন একটি দিন। বিশেষ এই শিশুদের জন্য বু বু ওয়ার্ল্ড সেদিন পূর্ব ঘোষণা অনুসারে বন্ধ রাখে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম।
"জাগো শিশু জাগাও প্রাণ, হাসি আনন্দে হও অম্লান" এই শ্লোগান আয়োজনে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভী রাকসান্দ, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, বু বু ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী এবং সিপিডিএল এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন প্রমুখ। প্রাণবন্ত দিনে শিশুরা উপভোগ করেন বু বু ওয়ার্ল্ডের রাইড। অংশ নেয় মধ্যাহ্নভোজেও।
জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভী রাকসান্দ বলেন, "সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ বিনোদনের এই বিশেষ আয়োজনের জন্য বু বু ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই শিশুরা সকল বাঁধা পেরিয়ে সমাজের অন্য শিশুদের মতো মূল স্রোতে ফিরে দেশের নানা প্রয়োজনে অবদান রাখবে বলে আমি আশা করি।"
এসময় বু বু ওয়ার্ল্ড কর্তৃপক্ষ শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে। শিশুদের মনোবিকাশ এবং দুরন্তপনার সঠিক সমন্বয়ে সেবা প্রসারের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।