ডর্প-এর উদ্যোগে তামাকবিরোধী অ্যাডভোকেসি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের লক্ষ্যে ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দ্য রুরাল পুয়র (ডর্প)-এর উদ্যোগে তামাকবিরোধী ক্যাম্পেইনে তরুণদের জন্য অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মশালায় তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা হয় এবং আগামী তিন মাসের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মশালায় ২৫ জনেরও বেশি তরুণ বিনামূল্যে অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুস সালাম মিঞা তামাকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, তামাকের আসক্তি থেকে তরুণদেরকে রক্ষা করতে হলে প্রথমেই তামাকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে।
তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলাম তরুণদের তামাকবিরোধী প্রচারে আরও সক্রিয় হতে আহ্বান জানান। তিনি তামাকের ব্যবহারের কারণে সামাজিক ও শারীরিক ক্ষতির ব্যাপারে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, তারা খুব শিগগিরই তামাকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখবেন এবং জনসচেতনতা তৈরি করবেন।
উল্লেখ্য, ডর্প ১৯৮৭ সাল থেকে দেশব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গে জড়িত। মাতৃত্বকালীন ভাতা প্রবর্তনকারী সংস্থা হিসেবে বেশি পরিচিত হলেও বর্তমানে এটি তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাক কর বৃদ্ধি বিষয়ে কাজ করছে এবং সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।