অধস্তন আদালতের ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণ নেওয়ার অনুমতি বাতিল
ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে দেওয়া অনুমতিপত্র বাতিল করা হয়েছে।
আজ রোববার (৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে আগের আদেশটি বাতিল করা হয়।
এর আগে, গতকাল (৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে ৫০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছিল।
এই বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল। তবে, তাদের অনুমতি দেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। ভারতে প্রশিক্ষণ নিয়ে নেতিবাচক মন্তব্য করেন অনেকেই।