প্রশিক্ষণের জন্য ভারত যাচ্ছেন অধস্তন আদালতের ৫০ বিচারক
প্রশিক্ষণের জন্য ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি ও স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে যাচ্ছেন অধস্তন আদালতের ৫০ জন বিচারক।
সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে বিচারকদের ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেসব বিচারক প্রশিক্ষণ নিতে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তারা। তারা আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন।
প্রশিক্ষণের যাবতীয় খরচ ভারত সরকার বহন করবে।